সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভূঞাপুরে যুবককে কুপিয়ে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুরে যুবককে কুপিয়ে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ 

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রকাশ্যে মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। 

মঙ্গলবার (৮ অক্টোবর) ভূঞাপুর-যমুনা সেতু আঞ্চলিক সড়কের মাটিকাটা এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। এতে মুসলিম উদ্দিনের পরিবার ও আত্মীয় স্বজনসহ হাজারও এলাকাবাসী অংশ নেয়। 

পরে ওসি একেএম রেজাউল করিম এবং  ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে লোকজন অবরোধ তুলে নেয়। 

বিক্ষোভ সমাবেশে নিহত মুসলিম উদ্দিনের পরিবারের লোকজন ও এলাকাবাসী বলেন- ঘটনার কয়েকদিন পেরোলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। মুসলিমকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। 

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন- এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা দেশের যে প্রান্তেই থাক তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

টিএইচ